যশোরে টেবিল টেনিসের হারানো ঐতিহ্য ফেরাতে ব্যতিক্রমী উদ্যোগ

টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন | ছবি: এখন টিভি
1

প্রশিক্ষণ, পৃষ্ঠপোষকতা এবং প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীর সংকটে যশোর জেলায় টেবিল টেনিসের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে আজ (শনিবার, ২১ জুন) দিনব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মশালা ও 'নতুন প্রতিভার অন্বেষণে' শীর্ষক এক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শহরের নাজির শংকরপুর সরকারি শিশু পরিবারে টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যান ও টেবিল টেনিস চেয়ারপারসন আবু মমতাজ সাদ উদ্দিন আহমদ।

যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রওনক জাহান এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি তাহমিনা তারমিন বিনু।

এসময় বক্তরা বলেন, আজ বাচ্চাদের জন্য আর একটি ঈদের দিনের মত। তারা এখানে টেবিল টেনিস খেলা করতে পারবেন। যশোরে প্রথম এমন উদ্যোগ হাতে নিয়েছে সমাজসেবা অধিদপ্তর। আমরা আশা করি যশোর থেকে অতীতের মত দেশসেরা খেলোয়াড় তৈরি হবে। যশোরের এই ব্যতিক্রমী উদ্যোগের ফলে যশোরের টেবিল টেনিস আবারও তার হারানো ঐতিহ্য ফিরে পাবে বলে আশা করেন বক্তরা।

দিনব্যাপী এই আয়োজনের শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


ইএ