ফেনীতে টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দাবিতে পদযাত্রা, মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

ফেনীর পদযাত্রা কর্মসূচি
ফেনীর পদযাত্রা কর্মসূচি | ছবি: এখন টিভি
0

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অভিমুখে পদযাত্রা করেছে সাধারণ মানুষ। এসময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নে কোনো ধরনের আশ্বাস না মিললে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারীরা।

আজ (বুধবার, ২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে ফেনীর সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ পদযাত্রা কর্মসূচি শুরু হয়। পরে ট্রাংক রোড হয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ করে মহিপাল পানি উন্নয়ন বোর্ডের সামনে এসে এ পদযাত্রা শেষ হয়।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো—টেকসই ও প্রজন্মভিত্তিক বাঁধ নির্মাণ, বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান, নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন রোধ, মুছাপুর ক্লোজারসহ আশপাশের এলাকায় বাঁধের রক্ষণাবেক্ষণ, খাল খনন ও খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ, ২০২৪ এর বন্যায় সরকার ঘোষিত পুনর্বাসন প্রকল্প ও ক্ষয়ক্ষতির প্রতিবেদনের সঠিক তথ্য প্রকাশ এবং প্রতিবেদন অনুযায়ী ক্ষতিপূরণ নিশ্চিত।

আয়োজকরা বলেন, দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানের দাবিতে বিভিন্ন মহলে দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি। বর্ষা মৌসুম এলেই এ জনপদের মানুষ পানিতে ডুবে হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়ে। এজন্য ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে ফেনী প্রবাসী উদ্যোগের সহযোগিতায় এ পদযাত্রা কর্মসূচি পালন করছে। 

স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গনি রাসেল বলেন, ‘শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে দাবিগুলোর ব্যাপারে জনমত গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ কর্মসূচি। এতে টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবি তুলে ধরা হয়েছে। দাবি বাস্তবায়নে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোনো আশ্বাস না মিললে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল অংশে ব্লকেড কর্মসূচি পালন করা হবে।’

কর্মসূচিতে অংশ নিয়ে জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, ‘এগুলো সব যুক্তিসঙ্গত দাবি। আমরা ফেনীবাসী এসব ন্যায্য দাবির সঙ্গে একমত। অবিলম্বে টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবি বাস্তবায়নে সরকারসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।’ 

এদিকে এ কর্মসূচি ঘিরে সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডসহ শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এসময় ফেনীর ছয় উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, ভুক্তভোগী বাসিন্দা ও সাধারণ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

এসএইচ