পাবনায় ট্রাকের চাপায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ আহত ৪

হাসপাতালে আহতরা
হাসপাতালে আহতরা | ছবি: এখন টিভি
0

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে স্থানীয় বিএনপির একটি অনুষ্ঠানে যোগদানে যাওয়ার সময়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বিএনপি মনোনীত পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ চারজন।

আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আটঘড়িয়া উপজেলার একদন্ত বাজারের অদূরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন:

জেলার সুজানগর উপজেলায় তারুণ্যের সমাবেশ কর্মসূচি শেষ করে আটঘরিয়া উপজেলার একদন্তে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দিতে শিমুল বিশ্বাস ও তার সহযোগীদের সঙ্গে নিয়ে জিপে করে যাচ্ছিলেন।

একদন্ত বাজার যাওয়ার আগে একটি ট্রাক জিপকে চাপা দেয়। এ সময় তিনিসহ চারজন গুরুতর আহত হয়।

অন্য আহতরা হলেন অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের সহকারী এনামুল হক, বেড়া উপজেলা বিএনপির নেতা রইচ উদ্দিন ও গাড়ী চালক শফিক। আহতদের দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেজু