আটকরা হচ্ছে- মিলন (৩৫), রতন (৩৮), হারুন (৩৫), সজিব (২৫), স্বপন (৪৪), মাসুদ (৪৫) ও আকরাম হোসেন (২৫)।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে সব হারিয়ে নিঃস্ব হন চিকিৎসা নিতে আসা রোগীরা এমন অভিযোগের ভিত্তিতে র্যাবের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
আরও পড়ুন:
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন জানান, হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে রোগীদের সেবা সংকটের অভিযোগটি দীর্ঘদিনের। আজ র্যাবের অভিযানে আটককৃতদের তথ্য প্রমাণের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
র্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু জানান, রোগীদের চিকিৎসা সেবার স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





