‘আইনাঙ্গন ব্যবহার করে মানবাধিকার হরণ করেছিল আওয়ামী সরকার’

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন | ছবি: সংগৃহীত
0

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিরোধী রাজনৈতিক মতাদর্শের কারণে, আইনাঙ্গন ব্যবহার করে মানবাধিকার হরণ করেছিল আওয়ামী সরকার। এমন অভিযোগ সামনে এনে বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট হিসেবে অভিযুক্ত বিচারক এবং ম্যাজিস্ট্রেটদের অপসারণের দাবি জানিয়েছেন তিনি। বিগত সরকারের আমলে ক্রসফায়ারের আদেশ দেয়া ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সরকারকে তাগিদ দেন তিনি।

আজ (বুধবার, ৯ জুলাই) দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন তিনি।

অভিযোগ করেন, আরেকটি ৫ আগস্ট দরজায় কড়া নাড়লেও ফ্যাসিস্ট সরকারের সহযোগী হয়ে থাকা বিচারক ও ম্যাজিস্ট্রেটদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নিতে পারেনি বর্তমান সরকার।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সুপ্রিমকোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা এবং আইন বিভাগের নিয়ন্ত্রণমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠার বিষয়েও দৃশ্যমান পদক্ষেপ নেই।’

সেই সাথে, সুপ্রিমকোর্টের বিচারপতি স্বল্পতার কারণে জনমনে আইনের সেবা পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হওয়ার অভিযোগ করেন তিনি।

সেজু