সংস্কৃতি অঙ্গন ভালোভাবে সংস্কারে অন্তত ৫ বছর সময় দরকার: মোস্তফা সরয়ার

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী | ছবি: এখন টিভি
0

সংস্কৃতি অঙ্গন ভালোভাবে সংস্কারে অন্তত ৫ বছর সময় দরকার বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ (শনিবার, ২৬ জুলাই) সন্ধ্যায় জাতীয় জাদুঘর মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় স্মরণে নির্মিত প্রামাণ্যচিত্র ‘প্রিয় আননউন থার্টি ওয়াই’ প্রিমিয়ার শো তে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘সংস্কৃতি অঙ্গন ভালোভাবে সংস্কারে অন্তত ৫ বছর সময় দরকার। বর্তমানে সরকার অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই কাজ করছে।’ একইসাথে জুলাইয়ের গল্প গুলো যাতে হারিয়ে না যায় সে দিকে গুরুত্ব দেয়া জরুরি বলে মত দেন তিনি।

অনুষ্ঠানে প্রিয়'র মা, সহপাঠীসহ সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ যোগ দেয়। এসময় নির্মিত প্রামাণ্যচিত্রে বিভিন্ন ক্ষেত্রে তার অবদান তুলে ধরা হয়। একইসাথে সাংস্কৃতিক অঙ্গন থেকে শোক জানিয়ে বক্তারা ভবিষ্যতে আর কারো সাথে যেন এমনটা না হয় তাতে রাষ্ট্রের সর্বস্তরের কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এএইচ