আজ (সোমবার, ১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
ইসি সচিব আখতার বলেন, ‘প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা ১ সপ্তাহ বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।’
আরও পড়ুন:
তিনি জানান, বিদেশে অবস্থানরত নাগরিকদের সুবিধার কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া কমিশন নির্বাচনি প্রস্তুতি জোরদার করেছে এবং ভোটার নিবন্ধনসহ বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করছে বলেও জানান তিনি।





