আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান নাহিদের

সিলেটে এনসিপির সমাবেশে বক্তব্য রাখছেন আহ্বায়ক নাহিদ
সিলেটে এনসিপির সমাবেশে বক্তব্য রাখছেন আহ্বায়ক নাহিদ | ছবি: সংগৃহীত
0

দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলার ব্যত্যয় ঘটেছে এবং এ বিষয়ে সরকারকে আরো কঠোর হওয়ার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (শুক্রবার, ২৫ জুলাই) রাতে সিলেটে শাহজালাল (র) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘জুলাই পদযাত্রা বিভিন্ন জায়গায় কিছুটা বাধাপ্রাপ্ত হলেও, শেষ পর্যন্ত সুষম গতিতেই এগিয়ে চলছে এনসিপি।’ আর এরই ধারাবাহিকতায় সিলেটেও সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

বিভিন্ন জায়গায় দুর্বৃত্তদের দ্বারা মাজার ভাঙ্গা প্রসঙ্গে এনসিপির আহবায়ক জানান, এদেশের ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি এনসিপি শ্রদ্ধাশীল। কিছু কিছু বিষয়ে সরকারের আইনশৃঙ্খলার ব্যত্যয় থাকায় সরকারকে কঠোর হওয়ার আহবান জানান তিনি।

সিলেটে শাহজালাল (র) মাজার জিয়ারতকালে জুলাই আন্দোলনে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ দোয়া করা হয় বলেও জানান এনসিপির এ সর্বোচ্চ নেতা। মাজার জিয়ারতকালে এনসিপির কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন।

এএইচ