ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান হতে না দেয়ার হুমকিতে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। আজ (বুধবার, ১৩ আগস্ট) সকালে ড্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান হতে না দেয়ার হুমকিতে স্বৈরাচারের পদধ্বনি শোনা যাচ্ছে।’ ডা. জাহিদ বলেন, ‘হুমকি দিয়ে নির্বাচন বানচাল করা যাবে না।’
গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিয়ে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।