বরিশালে ৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিস
বাংলাদেশ খেলাফত মজলিস | ছবি: সংগৃহীত
1

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালে ৬টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) দুপুর সারে ১২টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের বরিশাল জেলা উপদেষ্টা ও ৫ নম্বর (সদর) আসনের প্রার্থী মুফতি সুলতান মাহমুদ এই ঘোষণা দেন।

এসময় অপর পাঁচ আসনের প্রার্থীরাও উপস্থিত ছিলেন। তারা হলেন বরিশাল ১ (গৌরনদী -আগৈলঝাড়া) আসনে মুহাম্মদ ফখরুল ইসলাম, বরিশাল ২ (উজিরপুর -বানারীপাড়া) আসনে মুহাম্মদ আশিকুর রহমান, বরিশাল ৩ (মুলাদী -বাবুগঞ্জ) মুহাম্মদ আরিফ হোসেন, বরিশাল ৪ (হিজলা- মেহেন্দীগঞ্জ) মুহাম্মদ জুবায়ের গালিব এবং বরিশাল ৬ (বাকেরগঞ্জ) আসনে মুহাম্মদ মিজানুর রহমান।

আরও পড়ুন:

এসময় বরিশালকে আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তুলতে তাদের পরিকল্পনা তুলে ধরেন।

একই সঙ্গে আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ ৫ দফা দাবী জানান তারা।

সেজু