আগামী নির্বাচনে জনগণ নিজের ভোট নিজেরাই পাহারা দেবে: সালাহউদ্দিন

কক্সবাজারের পথসভায় সালাহউদ্দিন আহমেদ
কক্সবাজারের পথসভায় সালাহউদ্দিন আহমেদ | ছবি: এখন টিভি
0

আগামী নির্বাচনে জনগণ নিজের ভোট নিজেরাই পাহারা দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ (শনিবার, ৫ ডিসেম্বর) কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর শহিদ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নিজের ভোট নিজেরাই পাহারা দেবে, এখানে অন্য কারও প্রয়োজন হবে না। এ নির্বাচন শুধু সরকার গঠনের জন্য নয়, বরং এটি হবে বিশ্বে স্বীকৃত ও প্রশংসিত একটি নির্বাচন।’

সালাহউদ্দিন বলেন, ‘কয়েকদিন পরেই বিএনপির নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে, সেই ইশতেহার হবে এ দেশের মানুষের মুক্তির সনদ, গণতন্ত্রের মুক্তির সনদ।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘গত ১৬-১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদের শাসনে দেশের মানুষ তাদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার হারিয়েছে।’

এছাড়া তিনি অভিযোগ করেন, নামে-মাত্র গণতন্ত্র থাকলেও বাস্তবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এম. মোবারক আলীসহ স্থানীয় নেতারা।

বিকেল পর্যন্ত ফাঁসিয়াখালী, কাকারা, লক্ষ্যারচর ও বড়ইতলী ইউনিয়নে ধারাবাহিক গণসংযোগ ও পথসভা করেন বিএনপির এ সিনিয়র নেতা।

এসএইচ