তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নিজের ভোট নিজেরাই পাহারা দেবে, এখানে অন্য কারও প্রয়োজন হবে না। এ নির্বাচন শুধু সরকার গঠনের জন্য নয়, বরং এটি হবে বিশ্বে স্বীকৃত ও প্রশংসিত একটি নির্বাচন।’
সালাহউদ্দিন বলেন, ‘কয়েকদিন পরেই বিএনপির নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে, সেই ইশতেহার হবে এ দেশের মানুষের মুক্তির সনদ, গণতন্ত্রের মুক্তির সনদ।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘গত ১৬-১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদের শাসনে দেশের মানুষ তাদের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার হারিয়েছে।’
এছাড়া তিনি অভিযোগ করেন, নামে-মাত্র গণতন্ত্র থাকলেও বাস্তবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এম. মোবারক আলীসহ স্থানীয় নেতারা।
বিকেল পর্যন্ত ফাঁসিয়াখালী, কাকারা, লক্ষ্যারচর ও বড়ইতলী ইউনিয়নে ধারাবাহিক গণসংযোগ ও পথসভা করেন বিএনপির এ সিনিয়র নেতা।





