নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপ নিয়ে সমালোচনায় যোগ দিলেন পেপ গার্দিওলা

পেপ গার্দিওলা
পেপ গার্দিওলা | ছবি: সংগৃহীত
0

নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপ নিয়ে আগে থেকেই বিভিন্ন কোচদের পক্ষ থেকে চলছে সমালোচনা। এবার তাতে যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। স্প্যানিশ এ কোচ টানা খেলার কারণে তার দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে শঙ্কিত। বলছেন এমন এক আসর তার দলের আগামী মৌসুম ধ্বংস করে দিতে পারে।

গার্দিওলা মনে করেন, গত মৌসুমের পারফরম্যান্সের পর তার দল বিপর্যস্ত অবস্থায় আছে। এমন অবস্থায় ৩২ দলের এই প্রতিযোগিতা তার দলের মনোবল একেবারে ভেঙে দিতে সক্ষম।

এর আগে ইংল্যান্ড জাতীয় দলের কোচ টমাস টুখেলও ক্লাব বিশ্বকাপের এমন ধারণার সমালোচনা করেছিলেন। তার ভাষ্য, এই প্রতিযোগিতায় না থাকার সুবাদে আগামী মৌসুমে দারুণ সুবিধা পাবে লিভারপুল-আর্সেনালের মতো ক্লাবগুলো।

এএইচ