ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবলদল
আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবলদল | ছবি: সংগৃহীত
0

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবল অঞ্চলের লড়াইয়ে আগামীকাল (বুধবার, ১০ সেপ্টেম্বর) ভোরে মাঠে নামছে দুই জায়ান্ট আর্জেন্টিনা এবং ব্রাজিল। আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলায় অনেকটাই আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে ম্যাচ। তবুও, নিজেদের সেরা ফর্মেশন খুঁজে পেতে এ ম্যাচে বিশেষ নজর রাখছে দুই দলই।

২০২৬ বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্বের শেষ ম্যাচ। আগেই নিজেদের জায়গা বিশ্বকাপে নিশ্চিত করে রেখেছে দুই হেভিওয়েট আর্জেন্টিনা এবং ব্রাজিল। নিয়মরক্ষার ম্যাচেও অবশ্য নিজেদের ভবিষ্যৎ গুছিয়ে নেয়ার পরিকল্পনায় দুইদল। ব্রাজিলের জন্য কাজটা কিছুটা কঠিন। কোচ কার্লো আনচেলত্তির সেলেসাও অধ্যায় এখন পর্যন্ত নতুনের মোড়কে মোড়ানো। আর লিওনেল স্কালোনির আর্জেন্টিনা পরখ করতে চায় তারুণ্যের শক্তি।

আরও পড়ুন:

বুধবার ভোরে ইকুয়েডরের মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা। দলে থাকছেন না অধিনায়ক লিওনেল মেসি। বিশ্রামে থাকতে পারেন নিয়মিত একাদশের আরও কয়েকজন। সুযোগ পেতে পারেন নিকো পাজ, ক্লদিও এচেভেরিসহ একাধিক তরুণ তারকা। ইকুয়েডরের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে পরিসংখ্যানটাও পাশে পাচ্ছে আর্জেন্টিনা। ২০১৫ সালের পর থেকে কখনোই আলবিসেলেস্তেদের হারাতে পারেনি ইকুয়েডর। শেষ ১৪ ম্যাচে তারা হেরেছে ৮ ম্যাচেই।

দুর্বিপাকের চক্রে ঘুরপাক খাওয়া ব্রাজিল দলের দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত সমর্থকদের আস্থা অর্জন করেছেন কার্লো আনচেলত্তি। বিশেষ করে সবশেষ ম্যাচে চিলির বিপক্ষে ৩-০ গোলের জয় স্বস্তি এনেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ডেরায়। প্রতিপক্ষ বলিভিয়ার বিপক্ষে ম্যাচটায় নিজেদের মেলে ধরাই বড় চ্যালেঞ্জ ব্রাজিল দলের জন্য। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে এর আগে কখনোই বলিভিয়ার বিপক্ষে হারেনি সেলেসাওরা। সেই রেকর্ডটা অক্ষতই রাখতে চাইবে দলটি।

কনমেবল অঞ্চলের শেষদিনের নাটকীয়তা অপেক্ষা করছে আন্তঃমহাদেশীয় প্লে-অফ কেন্দ্র করে। বলিভিয়া এবং ভেনিজুয়েলা দুই দলই অপেক্ষা করছে টেবিলের ৭ম স্থানের জন্য। একদলের জন্য বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে যাবে আগামীকালের ম্যাচ শেষে।

এফএস