কাল শুরু হচ্ছে এন্ডারসন-টেনডুলকার ট্রফি
পাতৌদি-এনথনি ডি মেলো ট্রফির পরিবর্তে এন্ডারসন-টেনডুলকার ট্রফি নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। জেমস এন্ডারসন ও শচীনের ক্রিকেটের প্রতি নিবেদন ও তাদের অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়ে এমন নামকরণ।