বিধ্বস্তের পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। আহত অবস্থায় পাইলটকে উদ্ধার করে সিএমএইচে নেয়া হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। এছাড়াও উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর সঙ্গে যোগ দিয়েছে ৩ প্লাটুন বিজিবি।
আরও পড়ুন:
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, ‘বিমানটি একটি ভবনের গেইটে আছড়ে পড়ে। সেটি অ্যাকাডেমিক ভবন। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল। একের পর এক আহতদের বের করে নিয়ে আসা হচ্ছে।’
আরও পড়ুন:
আইএসপিআর জানিয়েছে, বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এর পরপরই বিধ্বস্ত হয়।