কে থামাবে বেপরোয়া অটোরিকশা!
রাজধানীর প্রায় সব সড়কজুড়েই এখন ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইকের দাপট। বেসরকারি একটি সংস্থার তথ্যানুযায়ী, ঢাকার রাস্তায় বেপরোয়া হয়ে ওঠা এই যানের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। এলাকার অলিগলি ছাপিয়ে সড়ক-মহাসড়কেও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে কাঠামোগত ত্রুটিযুক্ত এই বাহন। অনেকটা অদৃশ্য কারণে প্রশাসনও যেন নীরব ভূমিকায়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর গণপরিবহণকে সুব্যবস্থাপনায় আনাই একমাত্র সমাধান।