কোচ প্যাটারাথোর্ন পাসারার সঙ্গে টেবিল টেনিস ফেডারেশনের ২ মাসের চুক্তি
থাইল্যান্ডের কোচ প্যাটারাথোর্ন পাসারার সঙ্গে ২ মাসের চুক্তি করেছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। অক্টোবরে বাহরাইনে তৃতীয় এশিয়ান ইয়ুথ গেমস, নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারাটি গেমস ও জানুয়ারিতে পাকিস্তানে এসএ গেমস সামনে রেখে বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করতে থাইল্যান্ড থেকে এ কোচকে আনা হচ্ছে।