১৬ এপ্রিল ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সহিংস বিক্ষোভে তিনজনের প্রাণহানির পর রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর তৎপরতা শুরু করেছে যৌথ বাহিনী। নাশকতার অভিযোগে রোববার (১৩ এপ্রিল) সকাল পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দেড় শতাধিক। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ইমাম, মুয়াজ্জিনদের নিয়ে আগামী ১৬ এপ্রিল গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।