কিলিয়ান এমবাপ্পে না আরদা গুলের—১০ নম্বর জার্সিটি উঠবে কার গায়ে? এ প্রশ্নের উত্তরের অপেক্ষায় ছিলেন রিয়াল মাদ্রিদের সমর্থকেরা। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে রিয়াল।