১৫তম দালাই লামা নির্বাচনে হস্তক্ষেপ করতে পারবে না চীনা সরকার
তিব্বতি বৌদ্ধধর্মের আধ্যাত্মিক নেতার পদকে বলা হয় দালাই লামা। পুরনো প্রথা মেনেই ১৫তম দালাই লামা নির্বাচন করা হবে বলে জানিয়েছেন ১৪তম দালাই লামা- তেনজিং গ্যাতসো। তবে বর্তমান দালাই লামার ঘোষণা অনুযায়ী, চীনের বাইরে খুঁজতে হবে তার উত্তরসূরি। এতে কোনো হস্তক্ষেপ করতে পারবে না চীনা সরকার। নতুন দালাই লামা বাছাই প্রক্রিয়ার বিস্তারিত থাকছে আজকের এ প্রতিবেদনে।