৪০ হাজার মানুষের স্বাস্থ্য কমপ্লেক্স ২৫ বছর ধরে ব্যবহৃত হচ্ছে পুলিশ ফাঁড়ি হিসেবে
৪০ হাজার মানুষের জন্য বানানো একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স পুলিশের দখলে। নেই সরকারি স্কুল, কলেজ। এমনকি সীমানা জটিলতায় গেল ২২ বছরেও হয়নি ভোট। বলছিলাম চট্টগ্রামের উড়ির চর নামের এক ভাগ্য বিড়ম্বিত দ্বীপের কথা।