খাদ্য সংকটে ৭১ হাজার শিশু, ৫৮ জনের মৃত্যু গাজায়
বোমার আঘাতে নয়, না খেতে পেয়ে পুষ্টিহীনতায় এবার গাজায় প্রাণ গেল ৪ বছরের এক শিশুর। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে শুধু খাবারের অভাবে উপত্যকাটিতে গেল ১১ সপ্তাহে মোট ৫৮ শিশুর মৃত্যু দেখলো বিশ্ব। আরো ভুগছে ৭১ হাজার শিশু। এদিকে, বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জেরে খান ইউনিসে ইসরাইলি হামলায় নারী চিকিৎসকের ৯ সন্তান নিহতের ঘটনা পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে আইডিএফ।