কুমিল্লার আট মডেল মসজিদের বকেয়া বিদ্যুৎ বিল সাড়ে ৪০ লাখ টাকা!
কুমিল্লা জেলা মসজিদসহ ৮টি মডেল মসজিদের বিদ্যুৎ বিল বকেয়া দাঁড়িয়েছে ৪০ লাখ ৬৪ হাজার টাকা। বিল পরিশোধে দায়িত্ব নিচ্ছে না জেলা কিংবা উপজেলা প্রশাসন। প্রতিনিয়ত বিদ্যুৎ বিভাগের চাপ সইতে হচ্ছে মসজিদের দায়িত্বরত ব্যক্তিদের। ফাউন্ডেশনের দাবি, মডেল মসজিদ বিশাল কমপ্লেক্স হওয়ায় বৈদ্যুতিক বিল দানের টাকা দিয়ে পরিশোধ করা সম্ভব নয়। তবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের পরামর্শ- ১৬০ কিলোওয়াট থেকে কমিয়ে ৬০ কিলোওয়াট প্রিপেইড সংযোগ নিলে বিল অনেকটাই কমে আসবে।