জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ১৮ আগস্ট) বেলা ১১টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন দীঘিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।