আবারো মহাকাশে যাচ্ছে জেফ বেজোসের ব্লু অরিজিন রকেট
আবারো মহাকাশে যাচ্ছে বিলিওনিয়ার জেফ বেজোসের ব্লু অরিজিন রকেট। যদিও এবার রয়েছে চমক। এনএস থ্রি ওয়ান মিশনে, প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণ করবেন ছয় নারী। যাদের মধ্যে রয়েছেন পপ তারকা কেটি পেরি ও বেজোসের বাগদত্তা লরেন সানচেজসহ ছয় নারী যাত্রী।