সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভক্তি, গণমানুষের মতামত কোথায়?
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চায় সবাই, তবে নির্বাচন পদ্ধতি নিয়ে একমত নয় পক্ষগুলো। বৈষম্যবিরোধীদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে একদল চায় এখনই সংস্কার, আরেক দল চায় সংবিধান মেনে নির্বাচিত সংসদ করবে সংস্কার। যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিক দলগুলোর এ অবস্থান দলের স্বার্থে না জাতীয় স্বার্থে সে বিতর্কও উঠেছে।