আট মাসের জন্য আইএসএসে পৌঁছালেন তিন মার্কিন ও রুশ নভোচারী
আট মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশকেন্দ্র আইএসএসে পৌঁছালেন তিন মার্কিন ও রুশ নভোচারী। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী জনি কিম এবং রুশ নভোচারী সের্গেই রিঝিকোভ ও অ্যালেক্সেই জুব্রিৎস্কিকে নিয়ে রওনা দেয় রাশিয়া নির্মিত সয়ুজ বুস্টার রকেট।