প্রভাবশালী চক্রের অবাধ কাণ্ডে সিলেটের সাদাপাথর এখন মরুভূমি!
দেশের অন্যতম প্রাকৃতিক পর্যটনকেন্দ্র সিলেটের সাদাপাথর। কিন্তু পাথর লুটের কারণে গেল দুই মাসে তা পরিণত হয়েছে মরুভূমিতে। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যেই লুট হচ্ছে পাথর। জড়িতরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করার সাহস পান না তারা। ফলে একদিকে সৌন্দর্য হারিয়ে যাচ্ছে; অন্যদিকে নষ্ট হচ্ছে পরিবেশ। এতে হুমকিতে পর্যটন সংশ্লিষ্টদের জীবন-জীবিকা।