দ. কোরিয়ায় বিমান বিধ্বস্তে দু’জন বাদে ১৮১ যাত্রীর সবারই মৃত্যু
দক্ষিণ কোরিয়ায় জেজু এয়ারের ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, আজ (রোববার, ২৯ ডিসেম্বর) সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া ১৮১ জন আরোহী বহনকারী বিমানটি থেকে মোট ১৭৯ জন নিহত ও দু’জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, দুর্ঘটনায় বিমানটির ১৭৫ জন যাত্রীর সব ও চারজন ফ্লাইট কর্মী নিহত হয়েছেন।