অপহরণের ৮ দিন পর মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার, আটক ২

গ্রেপ্তার হওয়া অপহরণকারীরা
গ্রেপ্তার হওয়া অপহরণকারীরা | ছবি: এখন টিভি
0

কুমিল্লায় ৭ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের ৮ দিন পর জামালপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব-১৪। এসময় আটক করা হয়েছে অপহরণ চক্রের দুইজনকে। গতকাল (শনিবার, ২৮ জুন) রাত ১১ টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম।

তিনি জানান, গত ২১ জুন কুমিল্লার মহনগঞ্জের একটি মাদ্রাসা থেকে শিশু রাসেলকে অপহরণ করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে শিশুটির মা রোজিনা বেগম থানায় একটি মামলা করে।

এরপর থেকে অপহরণ চক্রের সদস্যরা বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে তারা। এরপর গতকাল রাতে জামালপুর ছনটিয়া এলাকা থেকে শিশুকে উদ্ধার করার পাশাপাশি সোহেল ও ইমরান নামের দুইজনকে আটক করা হয়।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!