কোরবানির ঈদের আর বেশি সময় নেই। পছন্দের পশু কিনতে তাই রাত দিন বলে কিছু নেই। সন্ধ্যার পরও রাতেও তাই রাজধানীর পশুর হাটে এমন উপচে পড়া ভিড়।
কোরবানির ঈদের সাথে অর্থনৈতিক ব্যাপারটা অন্য ঈদের থেকে বেশি। তাই পরিবর্তিত পরিস্থিতিতে এবার ঈদে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতা দুই পক্ষেরই আছে সন্তুষ্টির নিশ্বাস।
রাজধানীর উত্তরার দিয়াবারি হাটে এবার কোরবানির পশুর সরবরাহ অন্য যে কোন হাটের থেকে বেশি। এই হাট থেকে তাই পছন্দের পশু কিনতে ক্রেতারাও ভিড় করছেন। আর দাম নিয়ে সন্তুষ্ট তারা।
ছোট আর মাঝারি চাহিদা বেশি- তাই লাভও একটু বেশি। তবে বড় গরু নিয়ে কিছুটা চিন্তিত বেপারিরা। তবে ঈদের আর মাত্র একদিন বাকি থাকায় শেষ মুহূর্তে যে দাম পাচ্ছেন তাতেই ছেড়ে দিচ্ছেন ব্যাপারীরা।
তবে হাটে বৃহস্পতিবার গরুর পর্যাপ্ত সরবরাহ থাকলেও শেষ দিনে সরবরাহ কমতে পারে বলছেন ব্যাপারীরা।