সাজানো-গোছানো কাতারের লুসাইল সিটি, সৌন্দর্যে উচ্ছ্বসিত পর্যটকরা
কাতারের অন্যতম পর্যটন স্পট লুসাইল সিটির মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে উচ্ছ্বসিত পর্যটকরা। সুউচ্চ দালানকোঠার মাঝে রাতের আলোর ঝলকানি ও সাজানো-গোছানো শহরটি দেখতে প্রতিদিন সন্ধ্যা হলেই ভিড় জমান পর্যটকরা। বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিসহ অভিবাসী ও স্থানীয় নাগরিকরা।