সুউচ্চ দালানকোঠা আর দৃষ্টিনন্দন নির্মাণশৈলীতে গড়ে উঠা নতুন নতুন শহর ও বড় বড় ইমারত নির্মাণ করে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার।
কাতারের দৃষ্টিনন্দন নির্মাণশৈলী শুধু রাজধানী দোহাতে সীমাবদ্ধ নয়। রাজধানীর বাইরেও গড়ে তোলা হয়েছে নতুন নতুন শহর। তেমনই একটি শহর লুসাইল সিটি। এ সিটির মনোমুগ্ধকর সৌন্দর্য দেখে উচ্ছ্বসিত পর্যটকরা।
কাতারের বাংলাদেশি প্রবাসীদের মধ্যে একজন জানান, কাতারের সিটিগুলোর মধ্যে সবচেয়ে ভালো এ লুসাইল সিটি। এছাড়া কাতারের সবচেয়ে বড় স্টেডিয়ামটিও এ শহরেই অবস্থিত।
আরেকজন প্রবাসী বাংলাদেশই জানান, এ সিটিতে নিরাপত্তা ব্যবস্থাও খুবই ভালো।
সিটির সুউচ্চ দালানকোঠার রাতের আলোর ঝলকানি ও সাজানো-গোছানো শহরটি দেখতে প্রতিদিন সন্ধ্যা হলেই ভিড় জমান পর্যটকরা। সিটির ইমারতের নির্মাণশৈলী ইউরোপ-আমেরিকাকে হার মানিয়েছেন বলে মনে করেন প্রবাসী বাংলাদেশি পর্যটকরা।
বাংলাদেশি পর্যটকরা জানান, কাতারের এ লুসাইল সিটিতে অনেকটাই ইউরোপ বা আমেরিকার মতো আবহ পাওয়া যায়। বিশেষ করে এখানের রাতের সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর বলেও উল্লেখ করেন তারা।
মাথাপিছু আয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশ মধ্যপ্রাচ্যের কাতার। ১১ হাজার ৫৭১ বর্গকিলোমিটারের দেশটি এরই মধ্যে খেলাধুলার মেগা আয়োজন, কাতার এয়ারওয়েজ, আল-জাজিরা মিডিয়াসহ বিভিন্ন কূটনৈতিক কর্মকাণ্ডের কারণে বিশ্বের কাছে ব্যাপকভাবে পরিচিত পেয়েছে।