পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় প্রতারণা; ৬০০ মায়ের নামে টাকা তুলে নিচ্ছে চক্র
পঞ্চগড়ে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র মায়েদের নামে দেয়া মাতৃত্বকালীন ভাতা তুলে নিচ্ছেন অন্য কেউ। এমন ৬০০ মায়ের তালিকা মিলেছে যারা গত একবছর ধরে কোন ভাতা পাচ্ছেন না। কিন্তু এখনও ধরাছোঁয়ার বাইরে ওই প্রতারক চক্র।