পঞ্চগড়ে স্লুইসগেট সেতু দেবে যোগাযোগ বিচ্ছিন্ন ১৫ হাজার মানুষ
গত কয়েক দিনের ভারী বর্ষণে উত্তরের জেলা পঞ্চগড়ের একটি স্লুইসগেট সেতু দেবে যাওয়াসহ সংযোগ সড়ক ভেঙে দু’পাড়ের ১০ থেকে ১৫ হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে প্রান্তিক এলাকার কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ সেতুটি মেরামতে নেয়া হয়নি কোনো পদক্ষেপ। দ্রুত সেতুটি নির্মাণের দাবি তাদের।