পঞ্চগড়ের কুচিয়ারমোড় এলাকায় মামা-ভাগিনা খালের ওপর স্লুইসগেট সেতু। প্রবল স্রোতে দেবে গেছে সেতুটি। দু’পাড়ের সংযোগ সড়ক ভেঙে বইছে পানির ধারা। গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে বন্ধ দু’পাড়ের মানুষের যাতায়াত।
গত মঙ্গলবার মধ্যরাতে সেতুটির কয়েক মিটার দেবে যায়। সঙ্গে দু’পাড়ের সংযোগ সড়ক ভেঙে যায় ১৫ থেকে ২০ ফুট। মালামালসহ পানিতে ভেসে যায় চারটি দোকান। গত কয়েকদিনের ভারী বর্ষণে খালের প্রবল স্রোতে এ হাল তৈরি হয়েছে সেতুটির।
এতে দু’পাড়ের ১০ থেকে ১৫ হাজার মানুষের যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেছে। জেলা শহরে যেতে ঘুরতে হচ্ছে ১০ থেকে ১৫ কিলোমিটার পথ।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও মেরামতে নেয়া হয়নি কোনো পদক্ষেপ। এতে চরম দুর্ভোগে নিম্নআয়ের মানুষ। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি তাদের।
আরও পড়ুন:
স্থানীয়রা জানান, ১৮-২০টি গ্রামের মানুষ এ পথ দিয়ে যাতায়াত করে, ফলে তাদের ভোগান্তির সৃষ্টি হয়েছে। দ্রুত সেতুর কাজ শুরু করার দাবি স্থানীয়দের।
মানুষের চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থাসহ নতুন সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির।
পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান বলেন, ‘করতোয়া নদী থাকার কারণে সেখান থেকে বালি উত্তোলনের ফলে পানির লেভেল নিচে নেমে গেছে। এ কারণে গেটটি দেবে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত নতুন অবকাঠামো তৈরির ব্যবস্থা করবো।’