চুরির বিচার করায় মাতবরের ছেলেকে বিষ পান করিয়ে হত্যা, গ্রেপ্তার ২
৫০০ টাকা চুরির ঘটনায় গ্রাম্য সালিসে বিচার করায় মাতবরের ১৪ বছর বয়সী ছেলেকে তুলে নিয়ে বিষ পান করানোর পর অণ্ডকোষে অ্যাসিড ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (বুধবার, ১৮ জুন) মারা যায়। কুমিল্লার বুড়িচংয়ের এ ঘটনায় মামলার পর প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।