‘ইনশাআল্লাহ অতি শিগগিরই আপনাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে’
শিগগিরই দেশের ফেরার কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বললেন, সরাসরি দেখা হবে দেশবাসীর সঙ্গে। দীর্ঘ ১৭ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন- আগামী নির্বাচন হবে জনগণের অধিকার নিশ্চিতের নির্বাচন। ফারাক্কা বাঁধের কারণে রাজশাহী মরুভূমিতে রূপ নিচ্ছে- পানির ন্যায্য হিস্যার দাবিতে প্রয়োজনে আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘে যাওয়ার কথাও বলেন তিনি। একইসঙ্গে জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।