১৭ বছরের রাজনৈতিক নিপীড়নের পর, নির্ভয় ও বাধাহীন পরিবেশে. রাজপথে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনের রাস্তায় সম্মিলিত হন সকল নেতাকর্মীরা।
রোববার দুপুর পৌনে তিনটায় সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম। সর্বশেষ ২০২১ সালে মহানগরের আহ্বায়ক কমিটি মৌখিক ঘোষণায় হতাশ ছিলেন মহানগরের নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা বলেন, দলকে নিয়ে আর কোনো ষড়যন্ত্র হতে দেয়া হবে না।
এক নেতা বলেন, ‘মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্ব মানচিত্রে তুলে ধরার জন্য যে প্রত্যয় ও আকাঙ্খা তাদের আছে তার সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একমত হয়েছেন।’
এসময় উপস্থাপিত হয় বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রামাণ্য চিত্র। দেখানো হয় আওয়ামী লীগের অবৈধ তিন নির্বাচন। পরে পাঠ করা হয় শোক প্রস্তাব।
পরে, ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জাতীয় নির্বাচনের মধ্যদিয়েই মানুষের অধিকার নিশ্চিত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘সারা রাজনৈতিক বিশ্বে জনগণের রাজনীতির অধিকার প্রতিষ্ঠার মূল উপায় হলো মূল পন্থা হলো জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা। এবং সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এ দেশকে পরিচালনা করবে।’
তিনি বলেন, ‘ফারাক্কা বাঁধের কারণে রাজশাহী মরুভূমিতে রূপ নিচ্ছে- পানির ন্যায্য হিস্যার দাবিতে প্রয়োজনের আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘে যাওয়া হবে।’
তারেক রহমান বলেন, ‘পদ্মা নদী পানির অভাবে কীভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে চারিদিকে। প্রিয় ভাই-বোনেরা আমাদের চেষ্টা করতে হবে আমরা আন্তর্জাতিক আদালতে যাব, জাতিসংঘে যাবে দরকার হলে। আমাদের পানির হিস্যা বের করে নিয়ে আসতে হবে। আবার আমাদের পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে।’
জনগণের আস্থা রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়ে সুখবর দিলেন তারেক রহমান। বলেন, অতিসত্তর দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে।
তিনি বলেন, ‘আজকের এ সম্মেলনের সফলতা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ অতি শিগগিরই আপনাদের সঙ্গে সরাসরি সামনাসামনি দেখা হবে।’
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দলের কাউন্সিলরদের নিয়ে দ্বিতীয় অধিবেশনে আগামীর রাজশাহীর নেতৃত্ব ঠিক করা হবে বলে জানান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম।