চব্বিশের ২ আগস্ট: দ্রোহের যাত্রা থেকে এক দফা, স্বৈরতন্ত্রের পতনের শপথ
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে শতাধিক শিক্ষার্থীর প্রাণহানি ও দেশব্যাপী গণগ্রেপ্তারের প্রতিবাদের ক্ষোভ মিলিত হয়েছিল চব্বিশের ২ আগস্টের দ্রোহযাত্রায়। ছাত্র-জনতার রক্তের ঋণ শোধই যেন ছিল এ যাত্রার মূল লক্ষ্য। দ্রোহের যে যাত্রা প্রেসক্লাব থেকে শুরু হয়েছিল, ৩ আগস্ট শেখ হাসিনা পতনের এক দফার ঘোষণার মধ্যে দিয়ে শোধ করা সেই দায়। দেড় দশকের আওয়ামী স্বৈরশাসনের বিরুদ্ধে ডাক দেয়া হয় অসহযোগ আন্দোলনের। দেশে আর যেন স্বৈরতন্ত্র ফিরতে না পারে সে লক্ষ্যেই ঘোষণা করা হয়েছিল এক দফার।