রমজানের শুরুতে পর্যটকশূন্য কক্সবাজার, বন্ধ হাজারো ব্যবসা প্রতিষ্ঠান
রমজানের শুরুতে থেকেই পর্যটকশূন্য হয়ে পড়েছে কক্সবাজার। এতে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে হোটেল-মোটেল ও সৈকতকেন্দ্রিক কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান। গত সাড়ে ৪ মাস ভালো ব্যবসা হলেও রমজানের শুরুতেই চরম খরা দেখা দেয়ায় দুঃশ্চিন্তায় ব্যবসায়ীরা। তবে ঈদ ঘিরে আবারও পর্যটন খাতে প্রাণ সঞ্চার হওয়ার আশা সংশ্লিষ্টদের।