নওগাঁয় ভাই-বোনের মরদেহ উদ্ধার
নওগাঁর পোরশায় দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ৭ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উপজেলার পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নুর মোহাম্মদ ওরফে নুরু (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)।