জামালপুরে পাটের বাম্পার ফলন; জাগে পানি সংকটে কৃষকরা বিপাকে
আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর জামালপুরে পাটের ভালো ফলন হয়েছে। বাজারে পাটের ভালো চাহিদা ও দাম থাকায় খুশি পাট চাষিরা। তবে, খাল-বিল-নদীতে পর্যাপ্ত পানি না থাকায় পাট পচানোতে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। পাট জাগের সমস্যায় 'রিবন রেটিং সিস্টেমে'র মাধ্যমে কৃষকদের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের।