স্পেনে ষাঁড় দৌড়ে আহত ৮
স্পেনের ঐতিহ্যবাহী পাম্পলোনার সান ফার্মিন উৎসবের ষাঁড় দৌড়ে আহত হয়েছে অন্তত ৮ জন। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। পাম্পলোনার সরু রাস্তা দিয়ে ষাঁড়গুলো দ্রুতগতিতে ছুটে যাওয়ার সময় হাজার হাজার মানুষ হুড়োহুড়ি শুরু করে। এতেই পড়ে গিয়ে আহত হন তারা।