স্পেনে ষাঁড় দৌড়ে আহত ৮

ষাঁড়গুলো দ্রুতগতিতে ছুটে যাওয়ার মানুষের হুড়োহুড়ি
ষাঁড়গুলো দ্রুতগতিতে ছুটে যাওয়ার মানুষের হুড়োহুড়ি | ছবি: সংগৃহীত
0

স্পেনের ঐতিহ্যবাহী পাম্পলোনার সান ফার্মিন উৎসবের ষাঁড় দৌড়ে আহত হয়েছে অন্তত ৮ জন। বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্স। পাম্পলোনার সরু রাস্তা দিয়ে ষাঁড়গুলো দ্রুতগতিতে ছুটে যাওয়ার সময় হাজার হাজার মানুষ হুড়োহুড়ি শুরু করে। এতেই পড়ে গিয়ে আহত হন তারা।

গুরুতর আহত ৬ জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। সান ফার্মিন নামের এ উৎসবে প্রতিবছর অংশ নেয় দেশি-বিদেশি হাজারো পর্যটক।

উৎসবের ৯ দিনে নগরীতে আগমন ঘটে বাসিন্দার ৫ গুণ পর্যটকের। একজন পর্যটক গড়ে প্রতিদিন খরচ করেন ১১০ ডলার।

তাই প্রায় দুই লাখ অধিবাসীর পাম্পলোনা শহরের অর্থনীতির অন্যতম উৎস বুল রান। তবে বুলরানকে নিষিদ্ধ করতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে প্রাণীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো।

সেজু