কোন অভিমানে নীল তিমিরা থামিয়ে দিচ্ছে সাগরের সুর?
একসময় নীল তিমির সুরে মুখর থাকতো সমুদ্রের গভীরের বিভিন্ন স্তর। তবে দিন যতই যাচ্ছে গভীর সমুদ্রে নেমে আসছে নীরবতা। গান গাওয়া বন্ধ করে দিচ্ছে তিমিরা। কোন অভিমানে সুর ছেড়ে দিচ্ছে নীল তিমিরা, কী ঘটছে সমুদ্রের নিচে?