বর্ষার ভয়ংকর রূপ: দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্যা ও ভূমিধসের তাণ্ডব
বর্ষার ভয়ংকর রূপ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে। ভারতের হিমাচলে বিধ্বংসী বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে। পাকিস্তানের লাহোরে ভারী বৃষ্টিতে প্রাণ গেছে কমপক্ষে পাঁচজনের। চলতি মৌসুমে দেশটিতে প্রাণহানি অন্তত ৮৫। নেপালে বন্যার তিনদিন পরও বহির্বিশ্ব থেকে পুরোপুরি বিচ্ছিন্ন সিল্ক রোডের রাসুওয়াগাঢি-তিমুর সড়ক। বন্যার কারণ— তিব্বতে হিমবাহ ধস। আবহাওয়া বিরূপ চীন আর জাপানেও।