নরসিংদীতে ব্যাটারি তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নরসিংদীতে ব্যাটারি তৈরীর কারখানায় অভিযান; আড়াই লাখ টাকা জরিমানা | এখন
0

নরসিংদীর মাধবদীতে জিয়াংসু জিং ডিং স্টোরেজ কোং লিমিটেডের নামে একটি ব্যাটারি তৈরির কারখানায় পরিবেশের ছাড়পত্র না থাকা এবং ইটিপি ছাড়া কারখানা পরিচালনার দায়ে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ (মঙ্গরবার, ১৮ মার্চ) দুপুরে মাধবদীর আনন্দী এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ। এসময়, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ পারভেজ জানান, গত ৭ বছর ধরে কারখানাটি পরিচালিত হয়ে আসছে। এর আগেও কারখানাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এবারের অভিযানে ওই কারখানাটিতে ইটিপি এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি।

যার ফলে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, ইটিপি এবং এটিপি না থাকার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (গ) ধারায় ২ লক্ষ ৫০ হাজার টাকা নগদ জরিমানা ধার্য করে তা নগদে আদায় করা হয়েছে। এছাড়া, অতিদ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের নির্দেশনা দেয়া হয়েছে।

সেজু