সুনামগঞ্জের সীমান্ত থেকে ৩২টি ভারতীয় গরু জব্দ

জব্দ হওয়া গরু
জব্দ হওয়া গরু | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জে দুই সীমান্ত এলাকায় পৃথক অভিযানে পরিচালনা করে ৩২টি ভারতীয় গরু ও একটি স্টিল বডির নৌকা জব্দ করেছে ২৮ বিজিবি। আজ (শনিবার, ২ আগস্ট) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির।

বিজিবির তথ্য মতে, আজ (শনিবার, ২ আগস্ট) ভোর সকালে তাহিরপুর উপজেলার ১ নম্বর উত্তর শ্রীপুর ইউনিয়নের কচুয়াছড়া এলাকার সীমান্ত পিলার ১১৯২/৩-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে বিরেন্দ্রনগরে ১৮টি ভারতীয় গরুসহ একটি স্টিল বডির নৌকা জব্দ করে বিজিবি।

আরও পড়ুন:

একই সময়ে, দোয়ারাবাজার উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা বিওপির সদস্যরা ইসলামপুর এলাকা থেকে আরও ১৪টি ভারতীয় গরু জব্দ করেন। জব্দকৃত গরু ও নৌকার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ ২০ হাজার টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত আছে। এরইমধ্যে জব্দকৃত গরু ও নৌকা শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

ইএ