আইন দিয়ে নয়, প্রয়োগেই রাজস্ব আদায় সম্ভব: এনবিআর চেয়ারম্যান

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান | ছবি: এখন টিভি
0

প্রয়োগ ছাড়া শুধু আইন দিয়ে রাজস্ব আদায় করা সম্ভব নয় বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। আজ (সোমবার, ৪ আগস্ট) সকালে এনবিআর ভবনে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন‌ তিনি। এসময় এনবিআরের সক্ষমতা বাড়ানোরও তাগিদ দেন তিনি।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘আমাদের এখানেও আইন আছে। কিন্তু আইনের প্রয়োগটা আমরা সঠিকভাবে করতে পারছি না বিভিন্ন কারণে। সেই জায়গাটা যদি আমরা ইম্প্রুভ করতে না পারি তাহলে যে ট্যাক্স বাড়ানোর কথা আমরা বলছি এর ধারে কাছেও আমরা যেতে পারবো না। এটার জন্য আমাদের অটোমেশান এবং স্ট্রিক্ট ইনফোর্সমেন্ট। এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে দরকারি জিনিস।’

চলতি অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব আয় থেকে ধরা হয়েছে। ফলে, এনবিআরের আয়ের উপর সিংহভাগ নির্ভর করছে বাজেট বাস্তবায়ন।

সকালে এনবিআর ভবনে চলতি অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ক সেমিনারের আয়োজন করে এনবিআরের সক্ষমতা, পরিবর্তন ও পরিবর্ধন তুলে ধরা হয়। যেমন এলডিসি উত্তরণ ও ট্যারিফ পলিসি বাস্তবায়নে ১০৭টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার ও ৬০ পণ্যের শুল্ক কমিয়েছে এনবিআর। পাশাপাশি ৯টি পণ্যে সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার ও ৪৩১টি পণ্যের শুল্ক কমিয়েছে এনবিআর।

একই অনুষ্ঠানে ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্ন উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এসময় তিনি জানান, ডিজিটালাইজেশনের ফলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।

এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা, যতটা বলা হয় তার চেয়ে ভালো বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সরকারের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দুদকে যিনি কাজ করেন তার ইফিশিয়েন্সি বাড়ে। আর যারা রিসিভ করে সার্ভিস তাদের জন্যও ভালো। অতএব দুইদিক থেকেই আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ। সাম্প্রতিক সময়ে আমরা ঢাকা শহর এবং মোহনা সার্ভিসের জন্য ট্যাক্স রিডার করেছি, এটা যেন সবাই সহযোগিতা করে। এবং প্রধান উপদেষ্টাও বলেছেন একটা ভালো কাজ হয়েছে।’

আরও পড়ুন:

এসময় অর্থ উপদেষ্টা দেশের অর্থনীতিকে যে নেতিবাচকভাবে প্রকাশ করা হয়, বাস্তবে চিত্র তেমনটা নয় বলেও মন্তব্য করেন। সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও তুলে ধরার আহ্বান জানান তিনি। খারাপ দিকের সমালোচনা গঠনমূলক হলে ভালো হয়। কিন্তু মনের মাধুরী মিশিয়ে কিছু বলা ঠিক না।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা স্বীকার করছি, আমাদের অনেক ভুল ত্রুটি আছে। ভাল কাজের প্রশংসা করলে ভালো লাগে।’

সেমিনারে সাংবাদিকদের প্রশ্নোত্তরে, এনবিআর চেয়ারম্যান জানান বাজেট বাস্তবায়নে রাজস্ব ফাঁকি রোধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইএ